জাতি গঠনের শপথ নিয়ে ও অত্র এলাকায় শিক্ষার আলো ছড়াতে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার দৌলতপুর নামক জায়গায় দেশের অন্যতম কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করলো “শহীদ শেখ রাসেল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ”।শিক্ষার্থীদের মেধা বিকাশের জাতীয় মূল ধারার বাংলা কারিগরি শিক্ষাব্যবস্থায় সুশৃঙ্খল পরিবেশে ও নৈতিক আদর্শের মানুষ গঠনের উদ্দেশ্য নিয়ে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত। আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে, বিস্তৃত খোলা প্রান্তরে ২০২১ সালে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সাঁথিয়া পৌরসভার মৌজার প্রায় ১.৫ একর জমিতে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে যেখানে রয়েছে ৫ তলা একাডেমিক ভবন এবং ৪ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন। “শেখ রাসেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ”-এ ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রভাতি ও দিবা শাখায় বাংলা মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে- তথ্য ও যোগাযোগ এবং কারিগরি প্রযুক্তি নির্ভর- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায়, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণের পাবনার সাঁথিয়া উপজেলার ঐতিহ্যবাহী অন্যতম প্রধান কারিগরি বিদ্যাপীঠ-শহীদ শেখ রাসেল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির হাইওয়ে ধরে ইন্টারনেট জগতে প্রবেশ করেছে। অত্র প্রতিষ্ঠানের ওয়েব সাইটের মাধ্যমে তথ্যের অবাধ বিনিময় অধিকতর সহজ ও সুলভ করে এই কারিগরি বিদ্যাপীঠ ও এর কার্যক্রমের তথ্যাবলি শিক্ষক- শিক্ষার্থী- অভিভাবক, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারি/বেসরকারি অফিসসহ সকলের নাগালে দ্রুত পৌঁছে দে’য়াই আমাদের অন্যতম মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ফলে স্বচ্ছতা, গতিশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা তথা সুন্দর একটি সমাজ- রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের ব্রত। এই প্রতিষ্ঠানটি বর্তমান সরকারের “ডিজিটাল বাংলাদেশ” তথা “স্মার্ট বাংলাদেশ” গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনে সচেষ্ট এবং তৃণমূল পর্যায়ে সর্বোত্তম কারিগরি শিক্ষার প্রচার ও প্রসারে সর্বাত্মক নিরলসভাবে কাজ করে যাচ্ছে । সর্বশেষে কারিগরি ও প্রযুক্তি নির্ভর শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল কলা-কুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ।
Subject | Date Published | Link |
---|---|---|
একাদশ এবং দ্বাদশ শ্রেণির ফরম ফিলাপ | 18/04/2024 | view |
Eid E Miladunnabi 2023 | 25/09/2023 | view |
এসএসসি (ভোক) এর ফলাফল প্রকাশিত হয়েছে | 02/08/2023 | view |
শহীদ শেখ রাসেল টিএসসির ফিস কালচার এন্ড ব্রিডিং এর ২৪ জন শিক্ষার্থীর বাস্তব প্রশিক্ষণ প্রসঙ্গে | 02/08/2023 | view |
শহীদ শেখ রাসেল টিএসসির অ্যাপারেল এন্ড ম্যানুফেকচারিং বেসিক ২৮ জন শিক্ষার্থীর বাস্তব প্রশিক্ষণ প্রসঙ্গে | 02/08/2023 | view |
জাতি গঠনের শপথ নিয়ে ও অত্র এলাকায় শিক্ষার আলো ছড়াতে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধূলাউড়ি নামক জায়গায় দেশের অন্যতম কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করলো “শহীদ শেখ রাসেল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ”।শিক্ষার্থীদের মেধা বিকাশের জাতীয় মূল ধারার বাংলা কারিগরি শিক্ষাব্যবস্থায় সুশৃঙ্খল পরিবেশে ও নৈতিক আদর্শের মানুষ গঠনের উদ্দেশ্য নিয়ে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত।